Founder & CEO Massage
Najnin Bagum Eva
মস্তিস্কের বিকাশজনিত সমস্যাগ্রস্থ শিশুদের সেবাদানের লক্ষ্যে স্কুল কার্যক্রমের মাধ্যমে ২০১২ সালের ১৫ই এপ্রিল ৬ জন অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু নিয়ে এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। আমি একজন অটিস্টিক শিশুর মা। যার অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে পুর্নাঙ্গ আবাসিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমিত সামর্থ্য সত্ত্বেও দৃঢ় মনোবল ও প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছি আমি। মস্তিস্কের বিকাশজনিত সমস্যাগ্রস্থ শিশু/ব্যক্তিরা যাতে পায় নিরাপত্তা, বেঁচে থাকার অনুপ্রেরণা, সমাজে গ্রহণযোগ্যতা, কাজের সুযোগ। যেদিন এসকল শিশু/ব্যক্তিদের বাবা—মা বেঁচে থাকবে না সেদিন যেন এসকল শিশু/ব্যক্তিদের অন্যের বোঝা হয়ে থাকতে না হয় তেমনই এক আবাসস্থল তৈরি করে স্থায়ীভাবে পুনর্বাসন ও এসকল শিশুদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলছে এই প্রতিষ্ঠান।এখানে প্রতিটি প্রতিবন্ধী শিশু যাতে নিরাপদ ও মানসিক প্রশান্তি নিয়ে অবস্থান করতে পারে সে ধরনের পরিবেশ তৈরির জন্য এ প্রতিষ্ঠানে প্রতিটি কর্মী নিরলস ভাবে কাজ করে চলেছে। সম্পূর্ণ আবাসিক কেয়ারের মাধ্যমে শিশুদের সেবা প্রদান করা হচ্ছে। এখানে শিশুদের পড়ালেখা, নিজের দৈনন্দিন কাজ শেখা,হাতের কাজ, থেরাপী, খেলাধুলা ও সাংস্কৃতিক শিক্ষা দেওয়া হয়। যাতে এ শিশুরা পারিবারিক, সামাজিক, আর্থিক ও রাষ্ট্রীয়ভাবে সাবলম্বী হতে পারে। ছোট্ট পরিসরে যতটুকু সম্ভব শিশুবান্ধব পরিবেশ তৈরির যাবতীয় উপকরণ এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।